রাতের আধার ঘনিয়ে
অনেক সময় পেরিয়ে
নিশাচর মনটা কি যেন পেতে চায়!!
কিসের আশায় কিসের নেশায়
আসক্ত হতে চেয়ে
শুধু হৃদয়টা --আমাকে
বারবার কাঁদায়।
বুকের পাজোরে কম্পন
অন্তরে বারে রক্ত খড়ণ
থামেনা সেথা বুঝেনা আমায়
অজানা অদেখা সেই মায়ার খেলায়।
বুজে আসেনা !!
কিযে মায়া??
কিসে যে মায়া??
কিভাবে কেন যে আমাকে কাঁদায়
অচেনা সেই মায়ার নেশায়।
অবশেষে এমায়া বুজতে পেরেছি
আমার আমিযে ভালোবেসেছি
তাইতো এতো কাঁদায়
এতো কিছুতে ভাবায়
অজানা অচেনা ভালোবাসার মায়ায়।
উত্সর্গ>> অরণ্য নুহা
(অণু ) কে