আমি ভালো নেই
তুমি এত কেছেই
তবুও কেন জানি মনে হয়
যাচ্ছো দূরেই
হ্যাঁ সত্য বলছি
আমি ভালো নেই।
কেন জানি কিসে বাড়ছে দূরত্ব
মনে হচ্ছে প্রতিরোজ
আমার প্রতি কমছে তোমার গুরুত্ব।
কেন এত ভয়
কেন এত ভাবনায় ডুবে রই
সত্যি বলছি দেখে যাও
আমি মোটেই ভালো নেই।
কিঠিন সময় পার করতেছি
দোষ আমার এতটুকুই
তোমায় শুধুই বেশি ভালোবেসেছি
তুমি এত কাছেই
অযত্নে অবহেলায় ধুলোবালিতে ঢেকে যাচ্ছি
তবুও দেখার মত কেউ নেই
হ্যাঁ মুখে হাসি দেখলেও
আমি ভালো নেই।
কিভাবে কোথায় কেমন আছি
বেঁচে আছি না মরে যাচ্ছি
মনে মানুষ হয়েও
নাওনি খোঁজ মনের কখনই
সাদামাটা জীবনে তাই বান ডেকেছে
অশ্রু বিসর্জন দিচ্ছি অঝোরেই
কান্না বিজড়িত কণ্ঠে তাই প্রলপ বলতে হচ্ছে
আমি ভালো নেই ।
এত প্রেম ভালোবাসা দিলে
এখনও দিচ্ছো
সব কিছুই রেখেছি যতনে
যাইনি ভুলে
তবুও কিসে যেন জানিনা
সবকিছুতেই থেকে যাচ্ছে অনেকটা অপূর্ণই
প্রেমময় হৃদয় তাই বারিশ ফেলে নিরবেই
বলতে পারি বেঁচে আছি
তবে আমি একদমই ভালো নেই।
09>08>16
নারায়ণগঞ্জ