কষ্টের ফল নিষ্ফল;
তাইতো ভালোবেসে আমি
ফেলি চোখের জল।
শুধু আমি না
তুমি ও ফেলো
ও ওরা তারা ও ফেলে ।
ফেলে বেদন রোদন অশ্রুজল;
বাধাহীন নীলাম্বর রক্তসীক্ত অশ্রু ঝড়িয়ে বৃহত করে
আমার মত মহা দুখির দল।
আসলে ভালোবাসার জীবন সেতো ;
পদ্ম পাতার জল,
কখনও হাসি কখনও খুশি
কখনও বা আজীবন কান্নায় টলোমল....