আমাকে তুমি ভুল বোঝনা ;
বৃথা ভুলে কষ্ট বাড়ে;
রক্তঝড়া অশ্রু ঝড়ে ;
বাড়ে আত্মার দৈব্য যন্ত্রণা ।
আমাকে তুমি তোমার --
চোখের জলে ফেলে করুণা করনা,
তোমার করুণা মাখা রোদন জলে ,
আমার শুকনো পথ - ভিজে যায়।
যা সম্ভব নয়
তা নিয়ে করিনি অভিনয় ।
কারণ অভিনয় টা তেমন --
--জানা ছিল না ॥
জানি মন ভাঙ্গার ক্ষমা হয় না
আমাকে তুমি অভিশাপ দিও-না,
তবুও--যেটুকু বেসেছি ভাল ;
দেখিয়েছিলাম অ-পূরণীয় আশার আলো ;
তার-ও কিঞ্চিত পরিমাণ
ভুলতে পারি--না ॥
ঝড়ে নিড় হারা পক্ষী কি নতুন করে;
সাথি খুজে বাসা বোনে-না ?
খোলা আকাশে মুক্ত মনে
কষ্ট নিয়ে--কি ;
উড়ে বেড়ায় না ?
তবে, তুমি কম কিসে ?
তুমি কেন পারবেনা !!
আমার দেয়া বেদনা নিয়েই-
বেঁচে থেকো রহিনী;
কষ্ট জড়ানো পথটা স্বেচ্ছায়
থেমে দিওনা।
আমাকে তুমি ভুল বোঝনা।
আমাকে তুমি পাষাণ ভেবো না॥