আধারিকা....;
এ পথে... !! আবার একা একা ?
সঙ্গী কোথায় ? শুণ্য কেন হৃদয় ?
শত খোঁজেও কি পাওনি তার দেখা ?
কেমন বাঁধনে ,কোন শক্ত শিকলে ?
বেঁধেছিলে কি-কোন মমতায়নে ?
যদি তাই হয় , সে কোথায় ?
কেন সে অবেলাতে হারালো হায় ?
কাঁদছো কেন ?
অশ্রু ফেলোনা
এ বাঁধনে যে কাঁদতেই হয়
তুমি কি তা জান না !!
এ নোনাক্ত অশ্রুর মূল্য কোথায়?
সে কি ফিরে ফির- কান্না থামায় ?
সে কি তোমার জল মুছে দেয় ?
নয়ন বারি ঝড়া ছাড়াই কি -
তাকে ভুলতে পারনা ?
তুমি কি জান না !
সে যে ফেরারি ;
পিছু পথে হাটিবার পথিক না ।
আধারিকা..?
মানুষ কি দুঃস্বপ্ন দেখেনা ?
ভেবে নাও তুমিও দেখেছো ।
জানা অজানায় ভুল পথে তুমিও হেটেছো ।
মেনে নাও,যা ঘটল তা হবারি ছিল ;
কপোলের লিখন অখণ্ডন;
অনেক দেড়ি ঘটে হলেও
শুধু হৃদয় ভাঙ্গার কষ্ট দিল ।
আধারিকা ...
তোমাকে শান্তনা দেবার -
পথ আমার কই ?
তুমি যদি চাও ;
দুঃখ ঘোছাতে বানাবো মনের সই ।
হবে ? বন্ধ দ্বার খুলে অতীত ভুলে ,
আসবে ? হাসি ফিরিয়ে কান্না মুছে;
সাথী হয়ে মোর হৃদয়ের বাম পাশে?
আমি উপেক্ষিত অপেক্ষয়মান
আধারিকা, তুমি যে জলন্ত শিখা
তুমি মোর উদিয়মান যুবকের
নিভু নিভু অমিমাংশিত দাহন।
16-10-16