সুখ সেতো অভিমানি
দেয় না তো ধরা ,
জীবন সেতো কখনো জোয়ার
কখনো রুক্ষ কখনো বা খরা ॥
~~~~~~~~~~~~~~~~~
কখনো জীবন ভীষণ মধুর
কখনো বা সেতো বেদনা মধুর ,
কখনো বা সামান্য ভালবাসাই
জীবন কে এনে দেয় সুখের তাড়া ।
জীবন সেতো কখনো জোয়ার ,
কখনো রুক্ষ কখনো বা খরা॥
~~~~~~~~~~~~~~~~~
তবু ও ছুটি মরিচিকার পিছু
পাইনা দুঃখ ছাড়া মূল্যবান কিছু ,
কষ্ট আর বেদনা করে তাড়া ।
জীবন সেতো কখনো জোয়ার,
কখনো রুক্ষ কখনো বা খরা ॥
~~~~~~~~~~~~~~~~~
জানি জীবনটা শূন্য
তবুও চেষ্টা একটু খানি করার ভিন্ন ,
হতে চাই সুখে আত্মহাড়া ।
জীবন সেতো কখনো জোয়ার ,
কখনো রুক্ষ কখনো বা ভীষণ খরা ।।