দহনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়েই-
আমি পরিপূর্ণ হতে যাচ্ছি;
পুড়ে খাঁ হয়ে অন্তরনিহত ফাপাস্থান ঢেকে নিয়ে-
পোড়া জীবনের গন্ধ বিলাচ্ছি।
আমি দুখের চিতায় দাহন হয়ে -
বিলীন হতে হতেও সতেজ হচ্ছি;
অণুন্যায়ে গন্তব্যহীন পথভোলা হয়েও;
অচেনা পথটা খুঁজে বেড়াচ্ছি।
প্রতিবন্ধকতার প্রাচীর ভাংতে ভাংতেই
ধ্বংস্তুপের ধ্বংস হতে ফিরে আসছি,
পাওয়া না পাওয়ার বেদনা মেলায়
কষ্টের প্রহসন তাড়িয়ে দিচ্ছি ।
আলো আধারে দৈব ছায়ায়
আমি সুখ কামিনী সুখের অভিপ্রায়
দুখের চিতায় পুড়ছি,
আমি পুড়ে পুড়ে খাঁটি প্রায়
দুঃখকে জয় করে- যন্ত্রণার ত্রয়ী হয়ে ফিরছি।
আমি শিকলহীন মুক্ত স্বাধীন হয়ে
রণে যাবার প্রস্তুতি নিচ্ছি,
যুদ্ধ জয়ের মালা জড়িয়ে ফিরবই আমি
সেই পথটাই খুঁজে বেড়াচ্ছি।