নিয়মিত কবিতার আসরে কবিতা লেখার পাশাপাশি সাপ্তাহে একদিন সাপ্তাহিক প্রতিযোগিতার আয়োজন যদি হতো , এতে নবিন কবিদের উৎসাহ বেড়ে যেতো ।সাথে প্রবীন কবিদের সাথেও যোগাযোগ ও আন্তরিকতাও সহজলভ্য হতো তাদের লেখার ধাচ ও ধরন দেখে।
অবশেষে একটা মিলন মেলাও হত সাপ্তাহে..নবিন ও প্রবীনদের।
তাই শ্রদ্ধেয় এডমিন প্যানেলদের এ দিক টি বিবেচনা করে সু দৃষ্টি দেবার অনুরোদ রইল...