মনের প্রান্তরে ,সীমাহীন পরশে ;
বেসেছিলাম ভালো সুখময় দিবসে ।
সেই সুখ হনন করে ;
বৃথা তুমি আমায় ছেড়ে ,
পারি জমালে বহু দুরে ;
অন্ধকার তাই বসত করে -
আমার জীবন জুড়ে ॥

তাই;
অন্ধকার এই জীবনে ;
জড়াতে চাইনা কাউকে ভালোবাসার বাধনে ,
বেদনায় ভরে যদি -
তার জীবন আমার কারনে ;
বৃথা কেন অশ্রু ঝাড়াবে
আমার মরনে ॥

তাই চাইনা কারো আর ভালোবাসা;
আমায় নিয়ে মনে বাধুক
মিথ্যে সুখের আশা ॥

যেমন আছি ভালো আছি
দিন যাচ্ছে বেশ
এভাবে নিস্তব্ধতায় হয়তো
আমার জীবন হবে শেষ ॥