কেউ যদি ;
পৃথিবীকে বিদায় জানায় -
আমার কারনে,
ফেলবোনা একফোঁটা জল
তার মরনে ।
কেউ যদি বলে ;
তার মরনে দোষ ছিল তোমার,
বলবো আমি নির্দোশ
কোন ভূল ছিলনা আমার ।
ভূলে অভিমানে সে যদি;
পৃথিবীকে বিদায় জানায়,
সে ঠাঁই পাবে নরকে
তার স্থান দোযখে মানায়॥
আমি ছাড়া যদি ;
তার ধরণী আধার মনে হয়,
মরে গিয়ে বড় ভূল করবে
শুধু তোমারি হবে পরজয় ।।
11-10-2015