কাব্যিক এই মন ,
অজানায় হারিয়েছে তার ভূবন
হৃদয় ভাঙ্গা বিজড়ীত নোনা জলের ব্যকূল শব্দে;
আকূল হয়ে .....
জোড় শব্দে কাঁদতে জানেনা ।
জানেনা তার মিশে যাওয়া
খুশির আনন্দ ক্ষন
কোথায় আছে কি রকম ?
কোথায় পথ ভোলা পথিক হয়ে
এখনও দিশেহারা ছুটে চলে,
জানেনা কোথায় বিলাবে তার
রহস্যময় জ্বালাময়ী দুখের স্মৃতি চারণ ।
জানেনা হাসি মুখে বাস্তবকে কেন করছে গ্রহণ
কেন সুখ বিলাশী অথৈই পাথার ফেঁটে
কষ্টের ঝরনায় ভাসছে জীবন ?
বিলীন হওয়া মুর্ছে যাওয়া মিঠা রসহীন জীবন;
যাক কয়লায় চুলোয় যাক
পুরে খাঁ খাঁ হয়ে কালো ছাই হয়ে যাক
তেতো স্বরে শত বিষন্নতায়
আদো কাঁন্না ভেজা গলায়
পাক সে ফিরে জীবনের মানে খুঁজে পাক ।
১৩-০৯-১৬