অসুভন যে আমাকে - ছাড়তেই চায় না..
মঙ্গল করবে কী..;
আমি শুকনো কাঠ হয়ে আলগা দাড়িয়ে আছি
শুধু পুড়তে আছি বাকি।
শনি পিছু লেগেই থাকে
জোছনা দেয় না উঁকি;
ভরা পূর্ণীমাতেও চাঁদনী খুঁজি
সুখতারাও দেয় ফাঁকি ।
হতাশা আমার প্রাণের বাদ্য
সুর মিলাবো কী ;
ধিকিধিকি পুড়েই চলছি
শুধু ছাই হতেই বাকি ।
কৃতজ্ঞতা অবসর শামীম...