যে সূর্য .....
উদয় হয় নতুন দিনের সম্ভাবনা নিয়ে ,
সারাদিন সে সূর্য
আলো দেয় ঠিকি ;
কিন্তু সেই সূর্য
আবার সন্ধ্যায় অস্ত যায় ;
বিশাল এক আধারের মায়াবতা নিয়ে .....
যে পৃথিবী ছন্দ হারায়
আকাশ বাতাস চারুলতা আর সাগর নদী মোহনায়।
যে পৃথিবী পুরো আলোকিত হয়
একা চাঁদের জোছনায়,
সে পৃথিবা আবার নিশি কাটিয়ে -
প্রভাত নিয়ে আসে
নতুন দিনের সম্ভাবনায় ....
মানব মনটা ঠিক এরোকমি
নতুন কিছুতে সুখের বাদ্যবাজে অনাবিল
আবার কিছু হারালে
দুখের আচ্ছ্বন্যতা সেথা বসত করে দীর্ঘদিন।
নতুন সম্ভাবনা গুলো আমার বিমূর্ষ হতে চলেছে