ভালবাসি বলে তোকে
খুঁজেছি কত রাত বেরাতে ;
কখনও নদীর বুকে
কখনও তারোকারাজির ঝাঁকে ঝাঁকে।

কখনও উতল চুম্বি সাগরের বুকে
কখনও সন্ধ্যার নীল আকাশের প্রাতে ;
কখনও বা শ্বাণ বাঁধা পদ্ম পুকুর ঘাটে
কখনও খুজেছি প্রতি প্রহরের পরতে পরতে।

ভালোবাসি বলে তোকে
খুঁজেছি সাত রঙা গোধুলীর বুকে ;
খুঁজেছি শরৎ বর্ষা গ্রীষ্ম শীতে ;
কখনও নির্ঘুম রাত জেগে
কখনও তোর ছবি -
হৃদয় আঙিনায় বারবার এঁকে ।

ভালোবাসি বলে তোকে
খুঁজেছি  কত বনশ্রীতে
কখনও চুপি চুপি
কখনও বাঁশ বাগানে
কখনও ঝাঁউ বনে
কখনও পাখির কল কলোতানে ।

ভালোবাসি বলে তোকে
খুঁজেছি কত ঘুমের ঘোরে
খুঁজে ফিরেছি রোজ স্বপনে
কখনও বাড়ির উঠোনে
কখনও মন বাগানে।

ভালোবাসি বলে.. ......তোকে..

অণুদীত প্রেম
10~06~16
সময় রাত 3:24