প্রথমে
শরতের সাদা কাশফুলের সুভাষে
কোকিলের
ভালবাসার সপ্ন জেগে ওঠে ।
সেই সপ্ন নিয়ে
ভাবনা খেয়াল করে
হেমন্তের লাল কৃষ্ণচূড়া যখন ফোটে
কোকিলের ইচ্ছে ছিল
ফাগুনের দক্ষিণা বাতাসে
গা ভাসাইবো
আর বসন্তে ,
গাইবো সুখের গান যে
যে গানে থাকবে অনাবিল আনন্দ
আর ভালোবাসার টান ।
কিন্তু গ্রীষ্মের দাবানলে
ইচ্ছে ফেটে চৌচির
বর্ষার বাদলা ভাসিয়ে নিল তার
ভালোবাসার নিড়।
নিড় হারা সাথী হীন পাখিটা তাই-
স্বপ্ন ভেঙ্গে দূর আকাশে ,
হারায় একা বেড়ায় ভেসে;
তারে কোথায় খুঁজে পাই ?
তারে নিয়ে যে অসংখ্য কবিতা
অনবদ্য এখন ও লিখে যাই ।