অচেনা পথের ধ্রুবতারা আমি
ভালবাসি ধুমকেতু হতে...,
মহাশুণ্যে আলো ছড়াই আমি ;
একা চাঁদের সঙ্গী হতে....।
আকাশের নীলে হারাই আমি
লুকোচুরি সাদা মেঘের সাথে....,
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ি আমি ;
বেদনার সঙ্গ দিতে...।
প্রভাত হলেই নিখোজ আমি
সন্ধায় সন্ধাতারা হতে...,
ঈশান কোণে রঙ চড়া রংধনু আমি ;
কারো মনে রঙ ফিরিয়ে দিতে...।
শীত আসলে কুয়াশা আমি
পা ভেজা শিশির পেতে...,
বসন্ত আসলেই কূকিল আমি ;
বিষণ্বতার গান ভোলাতে...।
দিন ফুঁড়িয়ে রাত আমি
রঙিন স্বপ্নে ঘুম কাটাতে..,
আধার হলেই জোছনা আমি ;
ঐ একা চাঁদের সঙ্গী হতে...।
01-10-16
নারায়নগঞ্জ