উঠোগো উঠো ---আমি এসেছি
দুয়ার খোলো ---খোলো তালা,
যাবার তালে সেদিন তোমায়
অনেক কিছু হয়নি বলা ।
বলতে এসেছি আর কেঁদো না
কাঁদল দুঃখ বাড়ে
বাড়ে বেদনা।
তার তরে
বাধাহীন যদি অশ্রু ঝড়ে
যদি তোমার মাঝে;
তার তরে
বিষাদের ঝুলি বসত করে
খুব বেশি
স্মৃতি গুলি যদি করে যন্ত্রণা ,
তাহলে ----
কীভাবে পাবে সে
নতুন জীবন গড়ার ঠিকানা ?
কীভাবে ঠাই নেবে তার মাঝে !!
নতুন সপ্নের সূচনা ।
কারণ চলতে গেলেই বাধার দেয়াল হয়ে দাঁড়াবে
তোমার মাঝে বসত করে জমে থাকা
অভিশপ্ত সেই জালা যন্ত্রণা ।
তাই বলতে এসেছি
আর কেঁদো না
কাঁদলে দুঃখ বাড়ে
বাড়ে বেদনা ।
তুমি কি তারে সুখি দেখতে চাওনা
যদি তাই চাও
তবে আবার শুধাই
আর কেঁদোনা
কাঁদলেই রোদন বাড়ে
বাড়ে মনের জালা যন্ত্রণা ।
বিঃদ্র>(পারলে তাকে ক্ষমা করিয়ো)