বর্ষা এলে ঋতু কাঁদে
তুমি চলে গেলে কাঁদি আমি
তোমার তরে ইচ্ছে করে
করি ভিষণ পাগলামি
ও পাগলী...........
নিশিতে তোর চাঁদ হবো
ভয় দূর করে মন রাঙাবো
পাগলী ....
বর্ষায় তোর ছাতা হবো
রোদে হবো মেঘ হয়ে ছায়া কদলী।
পাগলী
তুই এলে ফিরে
তোর হৃদয় ভূবন তীরে
খুজবো সুখ গড়বো নীড়
দুজনে মিলে ।
পাগলী
তোর সাথে চিড়ে মুড়ি তে শুকনো জীবন কাটাবো
তোর সাথে আহার হীন নিদ্রাবিহীন
তোর পাগলী মুখ দেখেই
শত প্রহর ফুড়িয়ে দিবো ।
পাগলী
তোর মেঘ কেশে
বেলী জুঁই কদম ফুল ফোটাবো
পাগলী তোরে গঙ্গায় স্নান করে
রোজ লাল বেনারসিতে জড়াবো ।
পাগলী
আদো জোছনায় অঙা অঙী
তোরে দু বাহুতে জড়াবো
নিভূ নিভূ মোমের আলোয়
মাখা মাখী ভালোবাসায়
তোর এক পৃথিবী ভরিয়ে দিবো
প্রভাতে তোর শিশির হবো
সন্ধ্যায় সাত রঙ
পাগলী
প্রেমের সুপ্ত সুভাষের পার করবো
পাগলপনা ভালোবাসার জীবন।
(অনুদিত প্রেম )