আমি হারিয়েছি তাহাতে
যেথায় দিগ বিজয় ধ্বনিতে শত শহীদের জয়োউল্লাশ,
বনপারুল চারুলতায় মেতে উঠে
সবুজের সমারোহে কৃষকদের সোনালি ফসলের চাষ ।
আমিতো হারিয়েছি তাহাতে,
যেথায়, চেনা অচেনা অজস্র পক্ষির সুকলিত কলরব,
মিষ্টি মধুর দিনের প্রভাতি
বিকেলে গোধূলির সাতরঙের জয়োৎসব।
আমি তো হারিয়েছি তাহাতে ,
যেথায় বেলা পরে গেলে ছেলে-মেয়েরা পড়তে বসে পাঠে,
সন্ধায় জোনাকির ঝিকিমিকি আলোর সাথে;
একা চাঁদটা যেথা সর্নালি জোছনা বিলায়- ঘুটঘুটে রাতে ।
আমি তো হারিয়েছি তাহাতে,
যেথায়,পূর্ণিমার জোছনায় গোটা বাংলা মায়ের মুখ তটিনীর জলে করে টলোমল,
সকালে রবির হাসিতে পৌষের স্নিগ্ধ শিশির
যেথা হয়ে ওঠে উজ্জল।
আমি তো হারিয়েছি তাহাতে
যেথায়, সালাম বরকত রফিকদের ভাষার মিছিল নব তারুণের কণ্ঠে;
নানা প্রতিবাদে রাজ পথ
এখনো যেথায় গর্জে ওঠে।
মহান নেতা মুজিবের স্বাধীনতাবাদি হুঙ্কার শুনে,
শকুন জানোয়ার রক্ত পিয়াসু বন্য পশুদের বুকের পাজর -
এখনো যেথায় ফাঁটে।
আমি তো হারিয়েছি তাহাতে
যেথায়, প্রতিবাদি সাম্যবাদি নজরুল জন্ম নেয় অকুতভয়ে ,
রাতের আধারে লক্ষ তাজা রক্ত দিয়েও
যেথায়, স্বাধীনতার তরে হিন্দু মুসলিম অস্ত্রহীন সাহসীকতায় পরে ঝাপিয়ে।
আমি তো হারিয়েছি তাহাতে
যেথায়, রোজ বাধাহীন জয় বাংলা শুর
এখনো অবিরাম ওঠে বেজে,
যেথায়, কলশি কাকে নব বধূ ভেজা শরীরে এখনো লজ্জাবতী সাজে ।