যে চোখ দেখেছে তোমায়
ভালোবাসার নজরে ;
সে চোখ কি করে তোমায় ভুলতে পারে ??
যে মন ঢাকা আছে
তোমার না দেয়া ভালবাসার চাদরে ;
সে মনে কিরে অজানা অবন্তিকা বসত করে ?
যে হৃদয়ে রহস্যময় বাদ্য বাজে
তোমায় পাওয়ার তরে ,
সে হৃদয়ে অচেনা বসন্তের কোকিল ;
কি করে মায়াবী শুর হঠাৎ বাজাতে পারে ?
যে চোখ দেখে তোমায় রোজ
রহস্যময়ী নব বধূর সাঝে ,
না পাওয়ার জলে ভেসে সে চোখ
কি করে আখিপাতে ব্যথার মাঝে ?
রহস্যময়ী,....,
দুচোখে ভাসাবো শুধু বন্যায়
আকাশের দিকে চেয়ে;
ভুলবো না কোনদিন তোমায়
রাখবো তোমায়;
যতনে মনেতে লুকিয়ে ।
রহস্যময়ী তুমি রহস্যময়ী
কাছে টেনে দূরে ঠেলে
আমার হারিয়ে হলে তুমি জয়ী
রহস্যময়ী.....