ভাবুক বালকটির ভাবনার অন্ত নেই,
নানা খেয়ালে ডুবে ডুবে ;
হারাতে বসেছে জীবনের অগোছালো  খেই ।

ভাবে বসে একলা মনে ;
জীবন কেন এমন ?
কেন এত দুখের মেলা ?
সুখের পিছু কেন ছোটে সারাক্ষণ ?

সে ভাবতেই থাকে ;
সুখ কেন এত অধরা ,
দুঃখ যেখানে হাতের নাগালেই;
ভালোবাসায় কেন আবার কাঁটায় ভরা ??

সে ভেবে পায়না কূল;
কাঁটা ভরা ভালোবাসার তরে ;
কেন অত শত রক্ত ঝরে ?
কেন ঝড়ে যায় এত অফুটন্ত ফুল ?

কি আছে এই ভালোবাসায় !
একি শুধু সাময়িক হাসায় !!
নাকি শুধুই কাঁদায়??
ভেবে ভেবে তার ভাবনার ঘুম ভাঙে
সূর্য গ্রহণের লাল অন্তিম কালো আভায় !!

ভাবে আবার
ভাঙা মন দেখতে কেমন ?
কেন এই প্রেমের তরে
ধিকিধিকি বেদনা ঝড়ে ?
এভাবে কত প্রহর কাটে
কত খেয়ালেই ,
আবার সে ভাবে
কারো ভালোবাসা নাকি বেঁচে থাকে
দু নয়নের জলেই !!

সেই ছেলেটির ছোট্ট মনে
জীবন নিয়ে কত প্রশ্ন বোনে ;
ভেবে ভেবেই আঁতকে ওঠে
কারণে কি অকারণে.....!!
ভেবে ভেবেই যে সময় শেষ
তার খেয়াল নেই,
ভাবুক ছেলেটির সবকিছুই হারায়
তার ভাবনার অতলেই....!!