মন মহুয়ার বাগানে
আজানা !! তবুও বুঝি খুব চেনাজানা !!
এমন এক হৃদয়ের টানে ;
অপরিপক্ষ এ হৃদয়টায় ফুট ফুটেছে ;
কারণে কি অকারণে।
তবে সেই ফুলের সৌরভ
ছড়াতে পারিনি
সপ্নের ফুল --কুমার হয়ে
কারো মনে ঠাঁই মেলেনি।
মিলবে কি করে ?
স্থায়ী কোন ফুল মালিণী
এখনও যে হৃদয়টা
মিলাতে পারেনি ।
মিলাবে যেদিন ,
কাছে টেনে বলবে সেদিন ;
তোমার তরে এ হৃদয় পানে
যে ফুল ফুটেছে ,
তা তো কাউকে ছুঁতে দেইনি।
তোমার তরে
এর সৌরভ ...খুব যতনে
এইনা ছোট মনে আবদ্ধ রেখেছি
তাতো কাউকে নিতে দেইনি।
দিবো কি করে ?
স্বার্থের পৃথিবীতে সবাই সুযোগ সন্ধ্যানি ;
সবাই মন নিতে জানে
মনের সঠিক মূল্য নাহি করতে জানি ।
বলবো আরো বলবো
মনের বাগানে ভালোবার ফুটন্ত ফুল
দু--হাত জুড়ে নাও ;
বাধা নেই নিতে-- এর পুরো সৌরভটাও ।
যদি সেই ফুল মালিণীর
সাথী হবার নিশ্চয়তা পাই ;
স্বার্থক আমি - ধন্য আমি
ধন্য হবে আমার পুরো জীবনটাই ।
উত্সর্গ >>অণুদিত প্রেম কুমারী
17/05/16
সময়: রাত 1;53