সখী
আমার চাওয়া পাওয়া
তোমার কাছে লাগে কেন তামাশার খেলা ?
এ যে সত্যি ভালোবাসি
নয় তামাশা,ফান, ফাজলামি
জানিনা বুজে কি অবুজে
করছো অবহেলা!!
~~~~~~~~~~~~~~~~
সত্যিকারের ভালোবাসা আমার
আজ,
এমনি বুজি অবক্ষয়
সখীরে বলি
ভালোবাসি অনেক বেশি
তার কাছে শুধু ফাজলামি মনে হয়॥
~~~~~~~~~~~~~~~~
কিযে করি কেমোনে বুঝাই
আমিযে নিরুপায়
বলে দাও ,বুঝাও আমায়
সখী ভালোবাসা কারে কয়!!
সত্যি তোমায় ভালোবাসি
এ ফাজলামি নয়॥
~~~~~~~~~~~~~~~~
সখী....
তোমায় নিয়ে নানা ভাবনা আমার
এই অবুজ মনে
দিন রাত তুমি বসত করো
আমার খেয়ালে॥
~~~~~~~~~~~~~~~~
সখী তোমায় নিয়ে শত সপ্ন আমার
তুমি গানের সুর
তোমায় নিয়ে জীবন সাজাবো
সখী
তোমায় নিয়েই পাড়ি দিবো ঐ অচিনপুর ॥
~~~~~~~~~~~~~~~~
সখী তুমি নিশ্বাসে আছ আমার
আছ প্রতি স্পন্দনে
ভালোবাসা দিয়েই যতন করে
সখী রাখবো তোমায়
মোর হৃদয়ো গহীনে ॥
বল সখী বল
ভালোবাসা কারে কয়
বড় বেশি ভালোবাসি
এ যে ফাজলামি নয়
এ যে ফাজলামি নয়!!