টিপটপ পরছে
মাঝেমাঝে অঝোরে ঝর়ছে
হালকা হাওয়ার সাথে
মেঘগুলো ডাকছে
ডাকার আগে বিজলী ও চমকাচ্ছে ।
কখন বা থেমে যাচ্ছে
কখনও আবার মুশুল ধারায় ঝড়বে বলে;
মেঘগুলো ঘনঘটা কালো করে সেজে আসছে ।
রিমঝিম ঝরে পরে
শীতল করছে পরিবেশের অবয়ব,
ঘাসের উপর জমে থাকা কাদা ময়লা সমুদয় ধুয়ে;
অবিরাম ঝড়ছে টিনের চালার উপর টিপটপ টিপটপ।
বৃষ্টি আসাতে
ব্যাঙগুলো রঙ মেখে সঙ সেজে
মাখামাখি প্রেমে;
বৃষ্টির পানিতে জমা সেই ছোট সিন্দু নদে,
গলা ফাটিয়ে ডাকাডাকি করে
গলা পানিতেই রয়েছে ডুবে ।
এ ঝিরিঝিরি বৃষ্টি ভেজা লগ্নে
প্রিয়দের খুব মনে প্রতিটা ক্ষনে,
কাছাকাছি হতে ইচ্ছুক;
একাকী টিপটপ ঝরে পরা নির্জনে।
আয় বৃষ্টি আয়
আয় জোরে শোরে আয়
মুশল ধারায় এক পশলা ঝড়ে পরে
কাদা করে শুকিয়ে যা মোর হৃদয় আঙিনায়।