বাবা তোমায় ভালোবাসি কত
তা -কি করে বোঝাই?
তোমার ভালোবাসার তুলনা
আমার জীবনের বিনিময় ও যে নাই।

তোমার স্নেহ ছত্র ছায়ায়
আমি নিজেকে লুটাই,
তোমার জীবনাদর্শে
আমি নিজেকে গড়াই।

বাবা তোমায় ভালোবসি কত
তা কি করে বোঝাই।

কতদিন কতকিছু তে করেছো বারণ
তখন রেগে বলেছি মনে
বাবা বাধা দেয় শুধু অকারণ;
ভাবিনি তখন সেই বাধাই যে  
শ্রেষ্ঠ জীবন করিবে গঠন।

তোমার অজান্তে কতকিছুতে
তোমায় দিয়েছি কত কষ্ট ;
যথা সময়ে তোমার শাষণ না মেনে
জীবনের মূল্যবান সময়
করেছি শত নষ্ট ।

বাবা তুমি করিও গো দোয়া
রাখিতে তোমার মান ;
নিজের জীবন দিয়েও যেন
রাখি তোমার সম্মান।

ও বাবা ও বাবা তুমি শুনে যাও
সকল ছেলের বিনম্র শ্রদ্ধা ও সালাম
তুমি নিয়ে যাও ।