ভালবাসা যেন মোদের শুধু ;
ভালবাসতেই শেখায়।
ভালবাসা যেন মোদের এভাবে;
মৃত্যুর মুখ না দেখায়।

ভালবাসা যেন সকলকে;
অজস্র সার্থহীন সম্প্রিতি শেখায়,
ভালবাসা যেন আকাশ পাতাল
এপার ওপার সর্বদাই;
শান্তির সমিকরণ আঁকায়।

ভালবাসার তরে যেন;
আলো, আধার,পার্কে;
লোক চক্ষুর আড়ালে যেতে না হয় ,
ভালবাসার তরে যেন অবৈধ ;
অপারগতার মা-বাবা না হতে হয় ।

ভালবাসার তরে যেন ;
মা হবার আগেই নারী যেন তার-
নারীত্ব না হারায়,
সমাজে সার্টিফিকেট হীন বাবা না থাকার ভয়ে  ;
অফুটন্ত প্রাণ কে যেন এ্যাবশনে
বলীদান দিতে না হয়।

সর্গ প্রেমে নরকের অনল
দাউ দাউ করে আর - না জ্বলে যেন হায়,
নিঃষ্পাপ জীবন গুলি পৃথিবীর আলো না দেখেই ;
মাতৃত্বের স্বাদ না পেয়েই যেন ;
বস্তা পুরে ডাস্টবিনে ঠাঁই না হয়।

আর কোন অপয়া ভালবাসার বলিদান যেন না হয়
নব অঙ্কুরিত কোন প্রাণ
আর কোন নিষিদ্ধ প্রেম লীলায় যেন না হয়
""অপবিত্র"";
বাংলা মায়ের মাটি ত্রিশ লক্ষ শহিদের রক্তে;
এখন সতেজ যে প্রাণ।

আসুন পবিত্র ভালবাসা ছায়াতলে ভালবাসাতে শিখি