কাঁদবো আমি কাঁদবো
তোমায় জয় করে কাঁদবো,
তোমার ভালোবাসা পেলে
সুখের আবেগে কাঁদবো।
হ্যাঁ সত্যি বলছি কাঁদবো ;
তোমায় জড়িয়ে ধরে কাঁদবো
সবাই দুখে কাঁদে ;
আমি না হয় সুখেই কাঁদবো ,
সবাই প্রিয়জন হারিয়ে ফেলে কাঁদে
আমি তোমায় পেয়েই কাঁদবো ।
কাঁদতে গেলে চোখের জল লাগে
আমিও জল ফেলেই ;
ডুকরে মুষড়ে কাঁদবো।
কেউ জানবে না কেন কাঁদবো আমি ,
কেন ঝরাবো টপ টপ দু-নয়নের পানি;
জানবে শুধু তুমি
আর ঐ অন্তর্যামী ।
তোমাকে অবাক করে কাঁদবো আমি
হঠাৎ কান্না শেষে
চোখের পানি তোমার আঁচল দিয়ে মুছবো
তারপর ভেজা হাসিতে আদো আদো গলায়
তোমায় ভালোবাসি বলবো
কাঁদবো আমি কাঁদবো.......