সে দিন পুরো প্রান্তর
মাঠ জুড়ে হবে
সমুদয় দু-পায়া
মানবজাতীর সমাহার ।

চুল ছেড়া  কর্মের
হিসাব নিকাশ হবে
অনন্ত অনাদি
দণ্ডিত দণ্ডায়মান থেকে
অগনিত পাপ পূণ্যের।

সে দিন রবি কিরণ ছড়াবে
এক হস্ত শির উপরে
"আপাদমস্তক"দেহখানা
গলিতে থাকিবে
জ্বলিতে জ্বলিতে
নাই কোন নিস্তার
নাই কোন সারবার
"পুঙ্খানুপুঙ্খ "হিসেব হবে
ইহজগতের নানা কর্ম কাজের,
অনন্ত অনাদি
দণ্ডিত দণ্ডায়মান থেকে
অগনিত পাপ পূণ্যের।

সে দিন
লুকানো "চুপানো" চক্ষুর অগোচরে
ঘটমান নানা ছায়াছবির
মুক্তি হবে
সবার সামনে সব দৃশ্যয়মান হবে
অপেক্ষায় থাকা সেন্সর বোর্ড নামের
দু-চক্ষুর গোচরে।
'বুঝে"আসবে সেদিন
কী উদ্দেশ্য ছিল তার জন্মের
অনন্ত অনাদি হিসাব হবে
দণ্ডিত দণ্ডায়মান থেকে
অজস্র পাপ পূণ্যের।

যাবেদা নগদান রেওয়ামিল খতিয়ান সব শেষে
যোগফল টা যদি ডান হাতে দেয়
উঠবে তুমি হেসে
নচেত্ যদি সমাধান মেলে বাম হাতে
পরিনাম -- জাহান্নাম
কি দুরবস্থা এর "বুঝবে" আজাব
শেষে ।

তাই  ও মন "বুঝাই" তোরে
আয় ফিরে আয়
উপরওয়ালার সব ভয়কে ঘিরে
সৎ পথে চল-ইবাদতে হও আবদ্ধ
সদা সত্য বল
সেবাতে এক কর
সব গরীব দুখির দল
আয় ফিরে আয় পাপের মোড় ঘুরে
বৃথা করিস না আর অহংকার
করিস না বেশি তোর জোর,
সময় নেই হতে চলেছে শেষ ভোর
অনন্ত অনাদি হিসেব নিকাশ হবে
দণ্ডিত দণ্ডায়মান থেকে
অগনিত সহস্র পাপ পূণ্যের।

সময় রাত ৪ টা  
11~06~16  
নারায়ণগঞ্জ