সুখে কিংবা দুখে-ই
তোমার হৃদয়ে মোর প্রবেশ
আজ প্রথমবার নয়,
নয় কমবার নয়;
"বহুবার"!!
শত সহস্র ও শতাধিক কোটিবার।

যখন কোন বিষন্নতায় আবদ্ধ তুমি
মন খারাপের প্রহরে ";
এগিয়ে যাচ্ছ কষ্ট নিয়ে কাঁদবার,
তখনও তোমার মাঝে নিমজ্জিত আমি
অজানা অগোনিত একাধিকবার।

বেদনায় কিংবা ;
তোমার ঝড়েপড়া অশ্রুসিক্ত কান্নায়,
এলোমেলো কেশে";
পবন কে ছুয়ে যাবার ভাবনায়,
তোমাকে দোলা দিয়ে যাই
একবার নয়;
বহুবার,
শত সহস্র হাজার বার।

তোমার,এখনও - হয়নি সেই মন ;
আমাকে বুঝবার,
শীতল সুভাষিতময় হয়নি হৃদয় ;
হয়নি সেই অনুভূতি;
আমাকে দু-হাত ভরে দেবার ,
তবুও আমি অজানা নেশায়
তোমাকে ভালবাসার রঙ তুলিতে আঁকি
একবার নয়;
বহুবার,
বে-হিসাবি কোটি কোটিবার।

06-09-16
সময় এখন 12;12