অবন্তিকা ;
তুমি কোথায়?
তুমি কি থাকিবা-ই অধরা
জন্ম দিয়ে প্রেম ..
শিখাইয়া পিরিতি
বেদনা দিয়ে মোর সখার মন মহুয়ায় ?
তুমি কি ঠিক রোদ্দুরে ,
ঠিক বৃষ্টি ভেজা প্রহরে ,
আসবে কি !
ভাঙ্গা হৃদয়,মমো জ্বেলে জড়াবে কি ?
ঠাঁই নিয়ে বুনবে কি বাসা ?
নতুন করে...!!
মোর সখার নব হৃদয় ও নিড়ে ?
মোর সখা
তোমার মেহদী রাঙানো রুপালী পায়ের তালে তালে
নূপুররের রুনুঝুনু শব্দে
হারাতে চায়..,
অলি গলিতে কপিসপে বা রমনায়
গড়তে চায় নতুন এক প্রেমের অধ্যায়,
পরিপাটি তেল কালো মেয়ে তুমি -অবন্তিকায়।
অবন্তিকা,তোমাকে ঠিক অতটা জানিনে
তবে, তুমি যে
মোর সখার শত রঞ্চিত কাব্য প্রাণ,
তুমি যে মোর সখার সদা ভাবনার অবয়ব
তোমার তরে ভালবাসা পরষে সখা মোর ছুটে চলে
নির্ভীক যোজন যোজন ।
এসো ফিরে ফের শত ব্যস্ততায়
শীতের শিশিরে সকালে নতুবা
বসন্তের কোন জোছনা ছাড়া সন্ধায়,
সখা যে প্রতিক্ষিত
হাবারে ভালবাসায়
হারাবে ফের তেল কালো মেয়ে তুমি অবন্তিকায়।