আমি রোজ রজনী
খুজি জোনাকি
বাঁশঝাড়ের পরে
ঝাঁই ঝাঁই শব্দে
হয়ে হতভম্ব ,ভিতসন্ত্রস্ত
ঝিঁ ঝিঁ পোকার ডরে ।

আমি রোজ নিশিতে
জোছনা খুজি
বাঁশবনে একা চাঁদটার তরে
অচেনা কাকলিতে
মাঝে মাঝে চমকিত হয়ে
হই শিহরণ
হুতুম পেঁচার ডরে।

আমি রোজ অন্ধকার প্রহরে
আলোর প্রদীপ খুজি
মিঠি মিঠি মোমে....
এই বুজি এলো আমায় ছুঁয়ে দিল অভাবনীয় আত্মা  
কূচ্ছিত ভূত পেতের ভয়ে ।

অবাক করা ভিতি আমার একাকিত্বের তরে অবাক করা ভয়
আমায় কাঁদিয়ে আমার হারিয়ে
ভয়ের হয়েছে জয়।

এর একটু ভয়ের সিকি পরিমাণ
যদি --থাকতো খোদার তরে
হতাম মুমিন হতাম পরহেজগার
পাপের কোটা শূন্য হতো
যাইতো সব ঝড়ে  ....

আমি বৃথা বিচলিত হই বাস্তবতাহীন
ধরা ছোঁয়ার বাইরে এমন ভয়ের
তরে .......
এই ভয় যদি প্রভুর প্রতি আংশিক দেখাই
আমার আমিকে যদি খোদার তরে জাগাই
রাহিম রহমানের সু-নজরে পরবো আমি
ভরবে মোর জীবন
অগনিত রহমত বরকতে ....

সময় > 11:11
08~06~2016