কি হয়েছে ?
নয়নে জল কেন জমেছে !!
কাছে আয় মাথা তুল
মুছে দেই চোখের জল।

এসেছিস ??
এসেছিস যখন
কাছাকাছি থেকে
পাশাপাশি চল
হাতে হাত রেখে
এসো জুটিতে বাধি --দল।

এসেছিস যখন
বল কিছু বল
কিছু বলতে না জানলে
ভালোবাসি বল।
ভুলে যেতে পারিস
তাই একবার নয় বারবার
ভালোবাসি বল.....

একাকীত্ব ও নিঃসঙ্গ সহ
আছে যত অভিমান
যত স্মৃতি মুরোনো চিঠির খামে
সময় হলেই পাঠিয়ে দেবো
তোর ডাক নামে ...

হৃদয়ের মম সুর নতুন করে সাজিয়ে
সময় করে
সুযোগ বুজে পারলে পড়ে নিও
তোর চির প্রতিউত্তরের অপেক্ষায়
থাকবো আমিও ....

উত্তর যদি খুজে নাও পাও
মন যা চায় কলমে তাই লেখাও
লেখা শেষে চোখের কোণে জমানো...
মুছো চোখের জল
কিছু বলার না থাকলে
ভালোবাসি বল
এক নয় বারবার
ভালোবাসি বল॥
14/05/16
সময় 7:00