যৌবন আমার খনিক জোয়ার
সকাল বিকেল আসে
জানিনে .....
কার নারিত্বে কোথায় হারিয়ে শেষে
জড়ায় আমার সর্বনাশে ।
ভাবছি শিকল দিয়ে বাধবো তারে
রাখবো চৌদ্দ শিকে পুরে
কেন সে এত বেতাল মাতাল
কেন সে এত নারী ভবঘুরে ।
বোঝাঈ তারে কেন বোঝে না !!
কেন এত অবুঝ পিশাচ
কেন তোর এত কামনা বাসনা
কেন খানিক ভোগে আমায় হাঁপিয়ে
শরীরটাকে কেন করিস সর্বনাশ?
ভাল হয়ে যা সময় আছে
ক্ষণিক ভবের পরে
না বুজলে শেষ বিচারে
আজাব পাবি তার তরে ।