করুণার ভাষা জানা নেই আমার
জানা নেই সমাধান
নেই বাঙালি সাহস আমার
দেবো কি করে গলা ফাটা চিত্কার
তাই প্রতিরোধক কলমে প্রতিবাদ জানাই
জানাই সহস্র ধিক্কার॥
ধিক্কার সেই অক্ষু চক্ষুর
ধিক্কার সেই সামাজের
যারা লুটে পুটে নেয়
পৈশাচিক অত্যাচার চালায়
নিরহ অবলা জাত--মা বোনের।
ধিক্কার সেই নরপতির প্রতি
ধিক্কার সাজানো গোছানো সেই সংসারের,
যে বিবির প্রতি অবিচার চালায়
কথায় কথায় হাত ওঠায়
ধিক্কার সেই শাষণ নামের স্বামীত্বের।
ধিক্কার সেই মালিকের প্রতি
ধিক্কার সেই অগনিত অট্টালিকা দালানের ,
যারা গৃহ কর্মীর প্রতি মানবতা হারায়
প্রতি রোজ নিমজ্জিত হয় কসাই খানায়
ধিক্কার সেই ধনীর ধনীত্বের ।
ধিক্কার সেই নারী অবহেলার প্রতি
ধিক্কার সেই নারী অবিচারের
যারা নারীর নারীত্বের দোহাই দিয়ে
নারী কে দমিয়ে রাখে
ধিক্কার সেই অজ্ঞ সমাজের ।
ধিক্কার জানাই সেই স্বাধীনতার
ধিক্কার জানাই সেই বীরত্বের
ধিক্কার সেই খর্ব গণতান্ত্রের
বৃথা নিবেদিত হলো তেজী লোহত কণা
নব বাংলা দিলনা মান
ত্রিশ লক্ষ শহীদ--মা বোনের ইজ্জতের ॥