মুলত কাব্য ছন্দে আমার আলোচনা পেশ করতে চাই ছোট কবি হিসেবে.... ভুল গুলি মার্জিত করবেন
ঢেউ ভাঙা কূল আমি
বন ঝরা ফুল
বৃথা ভাবনায় মগ্ন আমি
হয়ে উঠি ব্যাকুল।
কলমের কালি শেষ আমার
শেষ হতে চলেছে লেখা কবিতা
ভাবনা আমার --
কার তরে কেন করি এত
কবি ভাব ভনিতা ?!?
ভাবনা মনের
তেমন কই কবিতা পাঠক আমার
লিখতে পারি কই তেমন মজার মজার
তাই কার বা কই সময় অত
ক্ষুদ্র কবির কবিতা পাড়ার !?!
লাইক দিয়ে করুণা করে
উপহাস করে কেউ মতামত দিয়ে
কেউবা পাগল মাতাল বলে
কেউবা কবিতা পড়ে মুচকি হাসে
মুখ টুকু লুকিয়ে।
কেউবা বলে পুরান কবি এ
ভাত পায়না
নতুন কবির আমদানি ,
দু চার লাইন লিখলেই কবি হয় না
আমরাও লিখতে জানি
ফেলে চোখের পানি
সাধুবাদ জানাই তাদের
নিন্দুক সেই পাঠককে
প্রতিরোজ শত পুষ্পের বরণ তাদের
নিন্দুক সেই নব যুব দলকে ।