জীবন আনন্দ জীবের তরে শ্রেষ্ঠ
নিজের গতরের(দেহ)তরে নহে
সেই' তো উজ্জ্বল নক্ষত্র
'যে' নিঃস্বার্থে জ্যোতি ছড়িয়ে হারিয়ে য়ায়
যায়---ক্ষয়ে।

সেই' তো যুগ যুগ স্মরণীয় বড়ণীয়
বেঁচে থাকে অন্তরে,
নিজের ইচ্ছে কে কবর
আশাগুলো কে বনবাস দিয়ে
নিজেকে 'যে' নিয়োজিত করে মানবতার তরে ।

সেই' তো স্যলুট শ্রদ্ধাঞ্জলির যোগ্য
মাথা নুয়ে শ্রদ্ধাভরে
ছোট বড় গরীর ধনী সকলের ,
নিজেকে উজাড় করে বিলিয়ে
জ্ঞান গরিমা অর্থ জীবন দিয়ে
'যিনি' পরোপকার করে সকল প্রাণী প্রাণীকূলের ..!

তারই কৃর্তীর জয়োধ্বনি তো
আকাশে বাতাসে বেজে ওঠে বারে বারে ,,
পথশিশু দরিদ্রতা, দুঃখ, দুখি, দুস্থ
বান ভাসির তরে ,
যার অকাতরে অশ্রু ঝরে
প্রাণ বাজি রেখে 'যে' নির্দ্বিধায় ঝাপিয়ে পড়ে ।

সেই' তো ইতিহাসের পাতায় লেখা থাকে স্বর্ণাক্ষরে
তাকেই' তো দেশবাসী ভালোবাসে প্রাণ ভরে
'যার' নিরহংকার বিবেক-মস্তিষ্ক
আজীবন কাজে লাগে সর্বস্তরে ।

সেই' তো জায়গা দখল করে
সালাম বরকত, রফিকদের
সেই'ত নেতার আসন গ্রহণ করে
সেরা রাষ্ট্রনায়ক মুজিবের ,
যার দেশের তরে প্রাণ কাঁদে
অস্ত্র হাতে যুদ্ধ করে
বজ্র কণ্ঠে মুক্তির আওয়াজ তোলে
'যে' স্বাদ নিতে জানে স্বাধীন বাংলা গৌরবের।

15-08-16
দিবাগত রাত 3টা