মনের দরবারে মাজার খুলেছি
প্রেমের মুর্শিদ পাইলাম না
ওআমি কি দিয়ে সাজাবো আমার প্রেমের আস্তানা।
পাঁচ ওয়াক্ত সিজদায় লুটে
ধ্যানে বিসর্জন কতো যন্ত্রণা
মনস্তাত্ত্বিক মনের কাবায় তবু ঈশ্বর মেলেনা।
পাপের ভেলায় ভাসছে জীবন
ভেসে ভেসে দোজখ গমন
নানান লোভে তবুও সুখ যে জুটেনা
ও আমি কি দিয়ে সাজাবো আমার প্রেমের আস্তানা।