কষ্ট আমার পকেট ভর্তি
শূণ্য করা মানিব্যাগ
কষ্ট আমার নিত্য সঙ্গী
শত অভিমানী রাগ।

কষ্ট আমার সন্ধা তারা
নিশিতে জ্যোছনার আলো,
প্রতি প্রহরেই সে আমার যহযাত্রী,
তাকেহীন যায় কী পথ চলা বলো!!

তাকে নিয়ে তো নিদ্রা যাপন
অজস্র হতাশা লুকিয়ে রাখা ,
তাকে নিয়েই স্বপ্ন পথ পাড়ি দেয়া
অভিনয়- কত সুখে থাকা।

-----দীপ্তশিখা(জলন্ত অঙ্গার)
10-03-17