.                "তুমি'
নিত্য নতুন বায়ানা ধরো
ধরো অভিমানী ঢাল তরবারি"

ভালোবেসে তুমি
আমার থেকে আমাকে-
                 "কেন"...
               করেছো চুরি !