যে নারী বুকে ছলনা বাসা বাঁধেনা,
অভিনয় সহ দেমাগী হতে পারেনা,
সে নারি কী প্রেমিকা হয় ?
যে নারীর চোখে মুখে অগ্নি শিখা স্ফুটিত হয়না,
অহংকারের ভারে কণ্ঠে বজ্র ফোঁটে না...
সে নারী প্রেমিকা না হলেও -
যৌবনে ভাঁটা পরে নিশ্চই ....?
আমি ভাঁটা পরা যৌবনে পাল তোলা নৌকা বইতে চাই
তোরা দে'রে আমায় কামনার উজানে ভাসাইয়া....
আমি মাঝ দরিয়ায় হাবুডুবু খেতে চাই....
নিস্তব্ধ যৌবনে নব জোয়ার তুলে সাতার শিখতে চাই....
অতঃপর রচনা করতে চাই অন্য এক লজ্জাশীল নগর সভ্যতা ।