জীবন,হাসি কাঁন্নার খেলায় দেখিয়ে দিলি -
তোর অযাচিত বেদনার ধর্ম ,
ভাসিয়ে নিয়ে ডুবিয়ে দিলি ;
নিশ্চিহ্ন হয়ে অবশেষে, আমি বিবর্ণ।
জীবনানন্দের হারিয়ে গেছে আমার-
নশ্বর এ পৃথিবীতে,
ঠুনকো যৌবনে আমি অবিনশ্বর হতে আসিনি
তবুও স্মৃতি চিহ্ন মরিচা নিয়েই এখনও সতেজ আমরণ আবহমান কারো বুকে -
আমার হাজার বছর মৃত্যুতে।
ও জীবন, জীবনরে - হৃদয় সভায় সুবিশাল রাজ্যসভা দিয়েছিস,
তবে দুঃখে, করে রেখেছিস অবরোধ,
বিবেকত্ব বেঁধে রেখেছিস লোভ ও অপর্যাপ্ত সুখে;
কিভাবে শান্ত হবো ক্ষান্ততা নিয়ে-
প্রসার করবো কীভাবে ক্ষীণ চেতনাবোধ ?
তোর অবলিলায় ধূসর পানসে আমি
হেঁটে চলা হতাশার বালুচরে স্বপ্ন সিন্ধুক হারা দিগন্ত ভোলা পথিক,
গন্তব্য শেষ ঠিকানাহীন, কড়িহীন মুমূর্ষু কাফেলা ;
দ্বীনহীন ধর্ম ভোলা গুরুচন্ডালী ধার্মিক।
মানব তো মরে যায় একবার ,
আমার হতাশার জীবন মরেছে অগণিত বারবার।
দুমড়ে মুচড়ে গেছে উজ্জল দীপ্তিশিখা আমার,
আমি শুদ্ধ হয়েছিলাম কেবলি আজ' ই প্রথমবার।
পথে দেখা হয়নি আমার সুখ তারকার ,
চলন্ত পথে এপাড় পেরুতেই ঝড়ের আশঙ্কা
দমিয়ে দিয়ে স্তব্ধ করেছে আমায়-
শঙ্কিত কালো মেঘের আঁধার।
দুঃখ স্রোতে নিমজ্জিত আমি
হারিয়েছি কষ্ট অভিলাস অদূর তেপান্তর,
এক সময় হাসি ছিল, আদর সহ অনাবিল স্নেহ ভালবাসা ছিল ,বাবা ছিল;
ছিল অন্ধকার অন্তরটা স্বপ্ন ছায়া-রথীর পরম- আত্মবিশ্বাসে বিভোর।
এখন বাবা নেই, মায়া নেই,
আমার স্বপ্ন দেখায় নায়কও নেই
বিলীন আমার একলা সুখতারা,
অপর্যাপ্ত ইচ্ছে শক্তিতে নিষ্ক্রিয় আমারত্ব
তবুও চলছে খর্ব জীবন যৌবন-
অনুজ্জল অশুভ জয়যাত্রায় মহা দিশেহারা।