তুমি হারিয়ে যাবার পর, ঐ ভদ্রপল্লিতে প্রায়ই হবে আমার আসা যাওয়া।
টাকার বিনিময়ে হবে একেকদিন একেক ঘরে , একেক রমনীর সাথে রাত্রি যাপন।
ভাবছো তারা কী করে রমনী হয় ?
হয় হয়, তাদেরও ভালোবাসা আছে,
কোমল স্পর্শের করুণ কামনার যাতনা আছে ।
তাদেরও হৃদয়, আবেগ অবিনশ্বর প্রেম আছে,
আছে সর্বস্ব বিলীয়ে দেবার অভাবনীয় ক্ষমতা ও অভিনব পন্থা।
হোক তা, অর্থের বিনিময়ে। তাতে কী ?
তোমাকে ভুলতে তো পারবো কিছু সময়ের জন্যে হলেও।
টাকার বিনিময়ে হলেও ঐ একেকটা রাত তোমাকে খুঁজে ফিরবো, একেক রমনীর মাঝে একেক দিন।
কোনদিন কমলা সুন্দরীর মাঝে খুঁজবো তোমার মহা আকর্ষণ চুম্বকীয় মাধুরী ঠোঁটের-
দ্বিধাহীন চুম্বন অঙ্কন।
কোনদিন বেহুলা চুমকির মাঝে খুঁজে নেবো-
তোমার কালো কেশের মাতাল আবেশ। যার আকস্মিক ঘ্রাণ আমাকে তোমার প্রতি জৌলুস সৈনিক করেই তুলতো নির্ভিকে।
আবার কোনদিন বিজলী রাণীর বুক মাস্তুলে খুঁজবো,
তুমীহীন কিছু আলোর দিশারী -
ভালোবাসা চাষাবাদের নগ্ন উপকরণ।
নাম না জানা কত মায়াবী নয়নার মাঝে খুঁজে নেবো-
হঠাৎ মিলে যাওয়া তোমার ডাগর আঁখি। তোমার আড় চোখের চাহনি।
কখনও খুঁজবো, পিছন থেকে ঝাঁপটে ধরার ক্ষুধার্ত উন্মাদ ।
হয়তো কখনোও বা, কারো কারো মাঝে না চাইতেই খুঁজে পাবো -
তোমার সুমিষ্ট কণ্ঠধ্বনির আওয়াজ ।
;- এই আসো বুক মাঝারে। চল এক হয়ে অবাদ মিলনে মিলনে কামনা পুড়াই।
রাত পাহাড়া দিয়ে যৌবন ফুড়াই।
আমি হয়তো প্রথমে লাজে খানিকটা বিমুখ হবো।
তখন তোমার মতই কেউ কেউ বলবে -
;- কী বাবু, লজ্জা কিসের !! ভয় হয় ? নাকি কোন সমস্যা আছে।
আমি তখন ঠিক চুপ থাকবো । তুমিতো বলনি কোনদিন, কিন্তু তারা কেউ খুব হেসে বলবে -
;- টাকা দিয়ে বুঝি লাজ দেখাতে এসেছ ? না না, তা হবে না। আস আস, পুরুষত্বের রাজ কর। আমি নারী যে ,এ দেহ রাজ্য আসন ছেড়ে দিতে প্রস্তুত ।
আমি তখন মনে মনে বলবো-
টাকা দিয়ে রাজ হয়না,
পিছুও ছাড়েনা প্রিয়া ছেড়ে যাওয়ার হতাশার ধাওয়া,
টাকা দিয়েও ঐ ভদ্রপল্লিতে কেন,
কোথাও শুদ্ধ ভালোবাসা মেলেনা
জানি , প্রতিটা স্বপ্নে তুমি আমার
হবেনা কখনো তবু তোমাকে পাওয়া।
অতঃপর তোমাকে স্মৃতিতে আনবো রোজ নিকোটিনের ধোঁয়া হৃদয় ছুঁবে যখন ,
বেপরোয়া হয়ে তোমাকে নিয়ে অহেতুক কষ্ট নিয়ে আঁকিবুঁকি করবো রোজ।
তোমার ছেড়ে যাওয়ার যাতনার যবনিকায়-
কখনও কখনও সুযোগ নেবে কলিমুদ্দিনের বাংলা তাড়ি।
মদ কিংবা আফিমে আসক্ত হয়ে কোন কোন দিন
তোমাকে না পাওয়ার আর্তচিৎকারে দিব্যি আলোতে রটাবো ঘোর অন্ধকার।
অবশেষে,নিত্য নতুন , অকপটেই মৃত্যুরা আমাকে নিয়ে ছিনিমিনি খেলবে
ভদ্রপল্লিতে, মদ ,আফিম কিংবা নিকোটিনের সাদা ধোয়াঁয়ও যখন তুমি কখনই মিলবেনা,
কখনই এ হৃদয় তোমাকে কাছে পাবেনা যখন আর ,
মিথ্যে বড় হয়ে প্রমাণিত হবে তোমার স্বর্গীয় ভালোবাসার দ্বারে-
অবুঝে পথ হারা হয়ে ঐ ভদ্রপল্লিতে সাজাতে চাওয়া আমার-
তোমাকে হারানোর ভালোবাসার ভোলার যন্ত্রণাটুকু ।
মিথ্যে প্রমাণিত হবে নেশারু বা মাতাল আবেশের।
পাষাণ হৃদয়ে অগণিত পাপিষ্ঠতায় ধুকে ধুকে পুড়ে নিঃস্ব হয়ে শেষে-
ধিকিধিকি দাহনে চিতায়ীত হয়ে-
গল্প লেখা হবে, অপমৃত্যু এক তরুণ বিশ্ব প্রেমিকের।
কোন দিন অজান্তেই হয়তো গেয়ে উঠা হবেনা আর -
ক্ষমা করে দিয়ো , দিয়ো গো আমায়,
ভোলা যে যাবেনা কখনও,
ভোলাতো সহজ নয় তোমায়।
তুমি ছিলে আমার হয়েই
থাকবে অনিমেষ,
তোমার ভালোবাসাই হবে শেষ পাওয়া এ ধরণীর বুকে
তুমিহীন ধ্বংস আমি,হবে স্বপ্ন সব'ই শেষ।
14-11-17
নারায়নগঞ্জ