হাজারো অপরাধ সয়ে জ্যোৎস্নাকে ভর করেই একা চাঁদ অন্ধকার নিশিকে পাহারা দেয়।
কিছু তারার দল মিছিল সাজায় সেই অন্ধকারের মায়ায় পড়ে।
কিছু স্বপ্ন মিটিমিটি জোনাকির আলোয় আলোকিত হয় মৃত্তিকার উপর জেগে উঠা সবুজের ঘ্রাণে ।
একটা রুক্ষ সকাল জেগে উঠে বিকেল শেষে সন্ধ্যাকে বরণ করার অপেক্ষায়।
এপাড়ের ঘাটে মাঝি তরীকে নদীর বুক চিরে ছুটে চলে শেষ প্রহরে মুয়াজ্জিনের আজানকে লক্ষ্য করে।
শুকতারাটা মলীন হতে থাকে একটা রবি রশ্মির উঁকি দিতেই....
মনের আয়নার সামনে প্রতিবিম্বে ভেসে উঠ তুমি অবলীলায়
অতঃপর শেষ হয়, সব অপেক্ষার.....

28-11-28