বন্দি জীবনের হতাশা নিছক মায়ার নিছক নিরাশা...
ছুটে চলা কেবল স্বপ্ন কাননে
হাতছানি কাছে পাওয়া কিছু নিগাঢ় রুঢ় মরীচিকার প্রলোভন।
নিজেকে তবুও আত্মউপলব্ধি
হয়তো পারবো.. না পারলেও সাহস যোগাবো।
হোকনা বন্দি জীবন ...
হোকনা রোজ কষ্টের সাথে আমার বেঁচে থাকার অহেতুক যুক্তি আলাপন।
জানিই তো স্বপ্ন সুখ সারথি অধরা নিরান্তন
ভাবনার খেয়াল টেনে নেয় দুর তেপান্তর।
পরাজয় মেনে নিয়েই তবুও কিছু শেখার আশায় সংগ্রামী ট্রাকে নিজেকে বাজিমাত।
আর একটা বসন্ত , আর একটা ফাল্গুন,..
শিকল ভেঙে উজ্জ্বিবীত এ নব
নওজোয়ান সাহস কুড়ায়..
তপ্ত তনুতে বীর বেশে প্রেরণা দীক্ষায়..
মনোবল সুদীপ্ত হয়ে জয়ের জ্যোতি ছিনিয়ে আনতে -
নেশা লাগায় যুদ্ধ যজ্ঞে।
এই তো আর বেশি দূর নয়
অতঃপর অন্ধকার কেটে যাবে ..
প্রভাত আসবে , নতুন রবি উদিত হবে , নগ্ন সভ্যতা নিপাত যাবে -
স্বর্ণালী হয়ে জেগে রবে দিনগুলি ইতিহাসের পাতায় পাতায়....
যুগ যুগ মানব মনে অনিমেষ শুদ্ধতায়।
12-10-17