গাড়ির চাকায় পিষ্ঠ মানুষ জ্বলছে যখন দেশ,
পুড়ে পুড়েই খাঁটি হচ্ছে নাকি সোনার বাংলাদেশ !
কে শুনছে আহাজারী আর কে সইছে যন্ত্রণা,
কার বুকেতে দাপিয়ে বেড়াচ্ছে হারানোর বেদনা ?
কার কোল যে হচ্ছে খালি কার বুক যে মহাশূন্য,
কার ভোটেতে কে জয়ী আর কে যে মহামান্য !
আম জনতা নির্বাক কেন আর আবুল হতোবাক
কোন জনমে মিলবে আবার মানুষ হবার ডাক !
২৯ মার্চ ২০১৯ ( গার্মেন্টস এ আগুন লাগা নিয়ে লেখা)