দূরত্বের দেয়াল ভেদ করে তোমাকে চষে বেড়ায় আমার প্রেমের আবেদন।
শতত ব্যস্ততায়ও মাঝে মাঝে আমি খুব প্রেমিক হয়ে উঠি প্রায়শই।
আমার বেপরোয়া ঠোঁট তোমার লাজুক ঠোঁটের উষ্ণতা মাপে তখন।
আমার বুক পাঁজর হয় কখনও কখনও তোমার হৃদ কম্পন মাপার পরিমাপ যন্ত্র।
হাত জোড়া বেশি পাগলামো করে আমার, নির্দ্বিধায় হাত কষে সব ভুলে।
পেট,পিট, কোমড় স্পর্শ করে অন্তরঙ্গ হবার প্রয়োজন খোঁজে।
প্রেমকে ঢাল বানিয়ে পাপ কে উপেক্ষা করে আমার আমি হয়ে উঠে নোংরামোর আতুর ঘর
আমি ডুবে যাই সমাজের বাঁধা ভুলে।
এ যেন নিমিশেই প্রায় সাড়ে তিনশো মাইলটাকে ক্রমশই নিকটা আনে আমার খেয়াল।
অতঃপর,কলঙ্গকের আত্মচিৎকারে জাগ্রত হয় আমার খেয়ালের চেতনা।