নক্ষত্র গুলো জ্বল জ্বল করে -জ্বল জ্বল চোখের অপেক্ষায়,
অথচ দুই পৃথিবীর ট্রয় নগরীর ধ্বংসলীলা বুকে ধারণ করেই মানুষ গুলো -
মানুষের কাতার থেকে হারায়।
অতঃপর,
আমরা শোকের জল ফেলেই বুঝি,
মানুষ হারিয়ে আমরা -নয়ন ভরা জল ফেলেই আমরা মানুষ খুঁজি।
■নক্ষত্র
■রবিউল ইসলাম রাব্বি
০৩/০৬/২০২০