আমি এখন নীলাভ আকাশ দেখি
দেখি, নিষিদ্ধ অন্ধকার,
প্রেমের নামে শত ছলনা দেখি
দেখি, চারিদিক প্রেমিকের হাহাকার।
এখন অহরহ অভিনয় দেখি
দেখি, ভুল পথে তাদের হারিয়ে যাবার,
প্রেমের নামে শরীর ছোঁয়ার আবেদন দেখি
দেখি, প্রতারকগণ বিজয়ী বারবার।
এখন শত অবহেলা দেখি
দেখি, অবুঝ বিচার বিধাতার,
স্বার্থের তরে নরকীয় পৃথিবী দেখি
দেখি, প্রকৃত প্রেমের পরাজয় অগণিতবার।