স্বাধীন দেশে ক্রস ফায়ারের বুলেট খাবো বিচারহীন ,
ঝাঁঝড়া রক্তাক্ত দেহ কবরে নয়, শ্মশানে নয় -
লাল সবুজ পতাকার সাথে ঝুলিয়ে দিন
পারলে সাথে, রাজাকার, জঙ্গী, কিংবা বাংলাভাইয়ে সিল লাগিয়ে নিন
নয়তো শহীদ মিনারে ক্রুশ বিদ্ধ করে রেখে দিন
কাক শকুনে সে লাশ দেখে যাক
তাদেরও একটু নৃশংশ সে তরতাজা দেহ খাওয়ার তীব্র ইচ্ছে পাক।
কতদিন তো নীল নকশার সেই বুদ্ধিজীবী হত্যকাণ্ডে রাজপথ রক্তিম হয়নি
এবার না হয় সাধারণ আম-জনতার রক্তে রাজপথে অলিগলি দীপ্তময় রক্তে রঞ্জীত হোক;
হোক অন্ধকারেই সত্য-মিথ্যের বেড়াজালে
মাদক সন্ত্রাসীর তকমা লাগিয়ে
নির্দয় বুলেটেই হোক নির্মম দোজখ।
তাঁরা তো বৃথা গুলি ছোঁড়ে নি !
আত্মরক্ষার্থেই বেপরোয়া বুলেটে মাদক সন্ত্রাসী মরেছে ; আমরা মরে নি ।
হোক না বাংলার ঘরে ঘরে আর্তনাদ-আহাজারী স্ত্রী-সন্তান ও স্বজনের,
চলছে নিধন চলুক , বুলেট কি মূল্য বোঝে আর
একটা সাধারণ জীবনের ?
04-03-18
নারায়নগঞ্জ