তুমি যাইবার তরে..
দুঃখসহ কষ্ট গুলি আসিয়াছিল মোর নিড়ে
হ্যাঁ, চরণ বাড়াইয়া আসিছিল যন্ত্রণা-যাতনা
তাই বলিয়া কী হায় রোজ অশ্রুবীণা ঝড়ে?
ঝড়ে না...!!
শত কষ্টের দাবানলে নিজেরে পুড়িয়াছি,
পুড়িয়াছি অকুল করা ব্যকুল হৃদয় পাজোরটাকে,
পুড়ে পুড়েই তো ক্ষার মুছে খাটি স্বর্ণে রূপান্তরিত করিয়াছি
আমার বাহ্যিক দেহ টাকে।
এখন তোমার নোনা জলের বাহ্যিক দর্শনে আমি সু-দর্শণ...বাহ্!!
বলিয়াছ বটে !!
তুমি তো দেখ নি....
তুমিহীন আধারে জ্যোছনা আমার
কুলহীন শূণ্য-তটে।
তুমিহীন এখনও রজনী আমার ঐ একাই কাটে..।
যাই হোক এসব তো দেখনি..
দেখিয়াছ সাময়িক সু-দর্শণ...
তাও ভাল..
ভালবাসা ফিরাইয়া নিয়া জাগিয়া রাখিয়াছ
হৃদয় বিদারক শত মূমুর্শ যন্ত্রণার দাবানলের আলো॥
18-03-17
(#জলন্ত_অঙ্গার)